সিরিয়ার পূর্বাঞ্চলীয় দিয়ার ইজোর প্রদেশে ইসলামিক স্টেট গ্রুপের সর্বশেষ ঘাঁটিতে বিমান হামলায় ২৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
দেশটির একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা শুক্রবার একথা জানিয়েছে। খবর এএফপি’র।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, ইরাক সীমান্তবর্তী আল-সৌসা গ্রামের কাছে ‘সমবেত বেসামরিক নাগরিকদের’ ওপর বৃহস্পতিবার রাতে চালানো এ বিমান হামলা ইরাকি বাহিনী না আইএসের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোট চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজকের বাজার/এমএইচ