সিরিয়ায় বোমা হামলার ঘটনায় নিহত ২৫০

ছবি : ইন্টারনেট

গত দুই দিনে সিরিয়ায় বিমান হামলা ও সামরিক অভিযানে ২৫০ জন নিহত হয়েছে। এর মধ্যে শুধু মঙ্গলবারই বিমান ও সেনাবাহিনীর হামলায় শতাধিক লোক নিহত হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গণমাধ্যমটি বলছে, মঙ্গলবার পর্যন্ত সিরিয়ার পূর্বাঞ্চলীয় ঘুতা ছিটমহলে বিমান হামলা ও গোলা হামলা অব্যাহত আছে। মঙ্গলবারের হামলায় শতাধিক লোক নিহত হয়েছে। আর গত ৪৮ ঘণ্টায় আড়াই শতাধিক লোক নিহত হয়েছে।

উল্লেখ্য, গত দুই দিনে এই অঞ্চলে ছয়টি হাসপাতালে বোমা হামলা চালানো হয়েছে। এর মধ্যে তিনটি কার্যক্রম চালানোর অযোগ্য হয়ে গেছে। এ সব হামলায় বেশ কিছু লোক নিহত হয়েছে বলেও জানিয়েছে জাতিসংঘ।

আজকের বাজার : আরজেড/আরএম/২১ ফেব্রুয়ারি ২০১৮