শক্তিশালী ভূমিকম্পের পর সিরিয়ায় বিভিন্ন ভবন ধসে ৪২ জন নিহত হয়েছে। বিভিন্ন এলাকায় সরকারি দপ্তরের ভবন ধসে পড়ে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮ ভাগ। এর উৎপত্তিস্থল ছিল তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ জানায়, ‘প্রাথমিকভাবে জানা যায়, ভূমিকম্পের ফলে আলেপ্পো, হামা ও লাটাকিয়ায় ৪২ জনের মৃত্যু ও ২শ’ জন আহত হয়েছে।