সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহরে ছোট একটি বিদ্রোহী দলের সদর দপ্তরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে বহু মানুষ।যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাত দিয়ে বার্তা সংস্থা বিবিসি এ তথ্য জানিয়েছে।বিদ্রোহী সংগঠনটির নাম আজনাদ আল কাওকাজ।
নিহতদের মধ্যে সাতজন বেসামরিক নাগরিকও রয়েছে বলেও সংস্থাটি দাবি করেছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি।
জানা গেছে, ইতিমধ্যেই উদ্ধারকারী দলগুলোর সদস্যরা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে হতাহতদের উদ্ধার অভিযান শুরু করেছেন।তুর্কি সীমান্তে অবস্থিত ইদলিব প্রদেশে দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরোধী বাহিনীগুলোর সর্বশেষ শক্তিশালী ঘাঁটি রয়েছে।
এর আগে ২০১৫ সালে সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের কাছে পরাজিত হয়ে ওই এলাকার নিয়ন্ত্রণ হারায়।
আজকের বাজার:এসএস/৮জানুয়ারি ২০১৮