সিরিয়ায় মার্কিন বিমান হামলা,১৫০আইএস জঙ্গি নিহত

সিরিয়ার আল সাফা শহরে  মার্কিন বিমান হামলায়  জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ১৫০ সদস্য নিহত হয়েছে। বুধবার২৪ জানুয়ারি  যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়,গত শনিবার ২০ জানুয়ারি  সিরিয়ার গণতান্ত্রিক বাহিনীর সহায়তায় মার্কিন নেতৃত্বাধীন জোট পূর্ব সিরিয়ার আল সাফাহ শহরের কাছে আইএসের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায়।

জোটের একজন মুখপাত্র রায়ান ডিলন সংবাদ মাধ্যমকে জানান, এক সপ্তাহেরও বেশি সময় ধরে একাধিক গোয়েন্দা বিভাগের নজরদারির পর এ হামলা চালানো হয়।

আজকের বাজার:এসএস/২৪জানুয়ারি ২০১৮