মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সিরিয়ার ইদলিবে বোমা ও গোলা বর্ষণ না করার জন্য সিরিয়া ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তিনি টুইটবার্তায় বলেন, ‘সিরিয়ার ইদলিব প্রদেশে রাশিয়া, সিরিয়া ও ইরানের বোমা হামলায় ওই অঞ্চল নরকে পরিণত হয়েছে। তারা নির্বিচারে বেসামরিক লোককে হত্যা করছে। বিশ্ববাসী এই নির্মমতা দেখছে। কি কারণে আপনারা নিরপরাধ মানুষের রক্তপাত করছেন? এ থেকে আপনারা কি পাবেন? রক্তপাত বন্ধ করুন!’
রাষ্ট্রীয় সফরে ব্রিটেনের উদ্দেশে দেশত্যাগের আগে টুইট বার্তায় তিনি একথা বলেন।
সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে ক্রমবর্ধমান সহিংসতা ও রক্তপাতের ঘটনায় সিরিয়ার এনজিওগুলোর এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা ও উদাসিনতার সমালোচনার পর তার এই মন্তব্যটি এলো।
ইস্তাম্বুলে এনজিওগুলো এক সংবাদ সম্মেলনে জানায়, সম্প্রতি সিরিয়া ও রাশিয়া বাহিনীর ব্যাপক বোমা হামলায় দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে বহু বেসামরিক লোক হতাহত হয়েছে এবং প্রাণ রক্ষার্থে ৩ লাখ লোক বাড়িঘর ছেড়ে তুরস্কের সীমানার দিকে পালিয়ে গেছে।