সিরিয়ায় রাশিয়ার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় দুই িপাইলট নিহত হয়েছেন।
সিরিয়ার পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে এ তথ্য জানিয়েছেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সিরিয়ান আরব রিপাবলিকের পূর্বাঞ্চলের ওপর দিয়ে নিয়মিত উড্ডয়নকালে রাশিয়ার একটি হেলিকপ্টার কেএ-৫২ বিধ্বস্ত হয়েছে। উভয় পাইলট নিহত হয়েছেন। নিহতদের লাশ বিমান ঘাঁটিতে নেয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। ‘যান্ত্রিক ক্রুটির’ কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে। খবর তাসের।
আরজেড/