সিরিয়ার দৌমায় রাসায়নিক হামলার স্থান পরিদর্শন করেছে আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞরা।
অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপেন্স- ওপিসিডব্লিউ এর তদন্তকারী একটি দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে।সেখান থেকে পাওয়া তথ্য ও নমুনা এখন পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, গেলো ৭ই এপ্রিল সিরিয়ার পূর্ব ঘৌতার বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর দুমায় রাসায়নিক হামলার অভিযোগ ওঠে। এতে প্রায় ৭০ জন শ্বাসকষ্টে মারা যায়, আহত হয় আরও অনেকে।
তবে বরাবরের মতোই রাসায়নিক হামলার অভিযোগ অস্বীকার করে আসছে সিরিয়ার সরকার।
এরই প্রেক্ষিতে হামলার স্থান পরিদর্শন করল ওপিসিডব্লিউ এর তদন্তকারী একটি দল।
আজকের বাজার/আরজেড