সিরিয়ায় রুশ বিমান বিধ্বস্ত, নিহত ২

সিরিয়ার সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের সময় রাশিয়ার একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে।এ ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে বলা হয়,‘সিরিয়ার মেইমিম বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর রুশ যুদ্ধবিমান এসইউ-৩০এসএম ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে। বিমানটিকে বিধ্বস্ত হওয়া থেকে বাঁচাতে শেষ মিনিট পর্যন্ত প্রাণপণ লড়াই করেছেন ওই দুই পাইলট। তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এ ঘটনায় বিমানের উভয় পাইলটই মারা গেছেন।’খবর: এ এফপি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিধ্বস্ত হলেও বিমানটি আগুন ধরেনি। তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরজেড/