সিরিয়ায় রুশ বিমান ভূপাতিত: ইসরাইলকে দুষলো রাশিয়া

সিরিয়া দুর্ঘটনাক্রমে সোমবার একটি রুশ সামরিক বিমান ভূপাতিত করেছে। এতে ১৫ রুশ সেনা প্রাণ হারায়। এ ঘটনার জন্যে রাশিয়া ইসরাইলকে দায়ী করেছে।

ইসরাইলের ক্ষেপনাস্ত্র হামলা প্রতিরোধে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার প্রেক্ষাপটে এ দুর্ঘটনা ঘটে।

রুশ সেনাবাহিনী মঙ্গলবার এ কথা জানায়।

এই দুর্ঘটনার জন্য রুশ সামরিক বাহিনী ইসরাইলকে দায়ী করে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে। তথ্য-বাসস।

আজকের বাজার/এমএইচ