সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সিরিয়ার নিরাপত্তা বাহিনী।
রাজধানী দামেস্কের কাছে অবস্থিত সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকাগুলো মুক্ত করার পর সিরীয় বাহিনী এখন দারা প্রদেশের অভিমুখে এগিয়ে যাচ্ছে বলে ব্রিটেনভিত্তিক কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস খবর দেয়ার দু'দিন পর মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ হুশিয়ারি এলো।
শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিথার নোয়ার্ট সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশে আসন্ন সামরিক অভিযানে উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেন যে, এলাকাটি নিরাপত্তা জোনের আওতায় পড়ায় সেখানে সিরীয় বাহিনী কোনো অভিযান চালানো পারে না।
এ ধরনের অভিযান চালানো হলে আসাদ বাহিনীর বিরুদ্ধে 'কঠোর এবং সমুচিত' পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দেন তিনি।
সংস্থাটি আরও বলেছে, দামেস্কের আশপাশের এলাকাগুলো সন্ত্রাসীমুক্ত হওয়ার পর সিরিয়ার সেনাবাহিনী দারায় তাদের শক্তি বৃদ্ধি করছে।
শুক্রবার সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে জানিয়েছে, দারা থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের চলে যেতে সরকারি বিমান থেকে সেখানে লিফলেট নিক্ষেপ করা হয়েছে।
আজকের বাজার/আরআইএস