সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে আনা প্রস্তাব জাতিসংঘে অনুমোদনের কয়েক ঘণ্টার মধ্যেই ফের হামলা চালিয়েছে সরকারি বাহিনী। রোববার বিদ্রোহী অধ্যুষিত পূর্ব ঘৌতায় এ বিমান হামলায় কয়েকজনের প্রাণহানিও হয়।
বিবিসি জানিয়েছে, শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়। এ সময় অবিলম্বে ৩০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করতে আহবান জানায় জাতিসংঘ। তবে, দেশটির কিছু এলাকা যুদ্ধবিরতির আওতামুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়। আর সিরিয়ার মিত্র দেশ ইরানের পক্ষ থেকে জানানো হয়, দামেস্কে সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখা হবে। এদিকে, বরাবরের মতোই বেসামরিক নাগরিকদের ওপর হামলার কথা অস্বীকার করেছে আসাদ সরকার।
আরএম/