সিরিয়ায় সেনা পাঠাতে চায় সৌদি

আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সিরিয়ায় সেনা মোতায়েন করতে চায় সৌদি আরব।এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে সৌদি।

মঙ্গলবার রিয়াদে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন  সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আল জুবায়ের।

তিনি বলেন, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি আমরা। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকেই এ নিয়ে আমরা আলোচনা করেছি।

এদিকে, ওয়ালস্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি আরব বাহিনী গঠন করতে চাচ্ছেন। সেখানে সৌদি আরব ও আমিরাতের সেনারাও অংশ নেবেন। সিরিয়ায় মার্কিন সেনাদের স্থলাভিষিক্ত করতেই এ বাহিনী গঠন করতে চান ট্রাম্প।

আজকের বাজার/আরজেড