সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে নিজেদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে অনড় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তিনি নিজেকে ‘বিচ্ছিন্ন দ্বীপের একমাত্র ব্যক্তি’ বলেও মনে করেন।
ট্রাম্পের এ সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের বিরোধীদলের নেতাকর্মী ও অন্যান্য দেশ। তারা বলছে, এ সিদ্ধান্ত আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করবে এবং ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চালানো মার্কিন সেনা অভিযানে সমর্থন দেয়া সিরিয়ার কুর্দিদের জীবন হুমকির মুখে ফেলবে।
শনিবার কনজারবেটিভদের উদ্দেশে বক্তব্যকালে ট্রাম্প তার সিদ্ধান্তের সমর্থনে বলেন, ‘অন্তহীন যুদ্ধ’ থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে আনার সময় হয়েছে।
তিনি বলেন, ‘মার্কিন সেনাবাহিনীর উপস্থিতির পরেও মধ্যপ্রাচ্য একটি কম নিরাপদ, সুরক্ষিত ও স্থিতিশীল এলাকাই রয়ে গেছে। তারা কেবল যুদ্ধই করতে চায়, আর কিছু নয়।’ তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ