সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত ২৪ ঘন্টায় জঙ্গিরা ১১ টন গোলাবারুদ জমা দিয়েছে।
সোমবার সিরিয়ায় রাশিয়ান সেন্টার ফর রিকন্সিলিয়েশন অব দ্য অপজিং সাইডের প্রধান মেজর জেনারেল অ্যালেক্সি তিজানকোভ একথা বলেন। খবর বার্তা সংস্থা তাস-এর।
তিনি আরো বলেন, গত ২৪ ঘন্টায় সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সক্রিয় অবৈধ সশস্ত্র সংগঠনের সাবেক সদস্যরা ২৩১টি হালকা অস্ত্র ও ১১ টন গোলাবারুদ জমা দিয়েছে।
এই রুশ জেনারেল আরো বলেন, ইদলিবের অস্ত্রবিরতি অঞ্চলে অবৈধ সশস্ত্র সংগঠনগুলো অস্ত্রবিরতি লংঘন করেই যাচ্ছে।
অ্যালেক্সি বলেন, গত ২৪ ঘন্টায় লাকাতিয়া প্রদেশের বারিশা, ইক্কো, কেরমেল, সাফসাফাহ্, কেলাজ এলাকা, খালিতিয়াহ্, মিরানাজ, মাকানিস আল-দুয়াইরি ও জাহর আল-জাইয়াহ্ জেলা, আলেপ্পোর নগরীর উত্তরপশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠ ও হামা প্রদেশের আবু দালি এলাকায় হামলা চালানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় ৩২১ শিশুসহ ৬৪২ শরণার্থী ওই এলাকা ছেড়ে গেছে। এদের মধ্যে ১০৯ শিশুসহ ২২১ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।
রুশ সামরিক চিকিৎসকরা ১২৩শিশুসহ ২৪২ বেসামরিক লোককে চিকিৎসা সেবা দিয়েছেন।
আজকের বাজার/এমএইচ