সিরিয়ায় ইরাকি এক বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন আইএস জঙ্গি নিহত হয়েছেন। খবর বিবিসি’র।
ইরাক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অবস্থান করা আইএস সদস্যদের বিরুদ্ধে সিরিয়া সরকারের সঙ্গে একজোট হয়ে লড়াই করছে ইরাক।
বিবিসি’র খবরে বলা হয়, সিরিয়ার হাজিন শহরে পরিখা দিয়ে সংযুক্ত তিনটি বাড়িতে হামলা চালিয়েছে ইরাক। সেখানে আইএস নেতারা এক বৈঠকের জন্য মিলিত হয়েছিল। সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত শেষ এলাকা এটি।
ইরাকি হামলায় নিহতদের মধ্যে রয়েছেন, আইএসের উও যুদ্ধ-মন্ত্রী, একজন মিডিয়া প্রধান, পুলিশ প্রধান, ও জঙ্গি গোষ্ঠীটির নেতা আবু বকর আল-বাগদাদির ব্যক্তিগত দূত।
আজকের বাজার/একেএ