রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের মধ্যে টেলিফোনে আলাপকালে তারা সিরিয়া সমস্যার সমাধান, আসন্ন পঞ্চম ক্যাস্পিয়ান সম্মেলন ও দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর বেশি জোর দিয়েছেন।
সোমবার(২ জুলাই) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। খবর তাসের।
মন্ত্রী বলেন, ‘এ দুই কূটনীতিক রাশিয়া ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, পঞ্চম ক্যাস্পিয়ান সম্মেলন এবং সিরিয়া সংকট নিরসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।’
ক্যাস্পিয়ান উপকূলবর্তী পাঁচটি দেশ আজারবাইজান, ইরান, কাজাখস্তান, রাশিয়া ও তুর্কমেনিস্তানের নেতাদের একটি সম্মেলন আগস্ট মাসের গোড়ার দিকে কাজাখস্তানের আকতাউতে অনুষ্ঠিত হবে।
এ সম্মেলনে ক্যাস্পিয়ান সাগরের আইনগত অবস্থা নিয়ে আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে।
আরজেড/