সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে যুদ্ধে অংশ নেয়া রাশিয়ার সেনাদের একাংশকে প্রত্যাহারের কাজ শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সইগু।
তবে কত দিনে সৈন্যদের পুরোপুরি রাশিয়ায় ফিরিয়ে নেওয়া হবে, তা খোলাখুলিভাবে জানাননি সার্গেই সইগু। সিরিয়ার সার্বিক পরিস্থিতির ওপর ওই সিদ্ধান্ত নির্ভর করছে বলে জানান তিনি।
সিরিয়ায় রাশিয়ার ঘাঁটিতে অঘোষিত এক সফরে গিয়ে সেনা সরিয়ে নেয়ার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। লাটাকিয়ার দক্ষিণ-পূর্ব এলাকার বিমান ঘাঁটিতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
দীর্ঘদিন ধরে আসাদ সরকারকে সহায়তা করতে সিরীয় বাহিনীর হয়ে গৃহযুদ্ধে লড়াই করছিল রাশিয়ার সেনাবাহিনী।
রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির এক খবরে পুতিনের উদ্বৃতি দিয়ে বলা হয়েছে, স্থায়ী ঘাঁটি থেকে আমাদের বাহিনীদের সরিয়ে নিতে আমি প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে, সেনাবাহিনী সিরিয়া থেকে দেশে ফিরে যাবে।
মাত্র এক সপ্তাহ আগেই নতুন করে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন পুতিন। এর মধ্যেই সিরিয়ায় সফর করলেন এই রুশ প্রেসিডেন্ট।
সূত্র: ওয়েবসাইট
আজকের বাজার:এসএস/এলকে ১২ ডিসেম্বর ২০১৭