সিরীয় যুদ্ধবিমান ভূপাতিত করলো ইসরাইল

ইসরাইলী সেনারা সিরীয় একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। বিমানটি ইসরাইলী সীমানায় গোলান মালভূমিতে অনুপ্রবেশ করলে ইসরাইলী সেনাবাহিনী সেটিকে ভূপাতিত করে। খবর আল জাজিরার।

মঙ্গলবার (২৪ জুলাই) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরাইলী সেনাবাহিনী।

আল জাজিরার খবরে বলা হয়, বর্তমানে সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সামরিক বাহিনীর তুমুল লড়াই চলছে। এমতাবস্থায় একটি যুদ্ধবিমান গোলান মালভূমির ইসরাইলী সীমানায় ঢুকে পড়লে সেটিকে গুলি করে ভূপাতিত করে দেয় ইসরাইলী সেনাবাহিনী।

ইসরাইলী সেনাবাহিনীর মুখপাত্র ল্যাফটেনান্ট-কর্নেল জোনাথান কনরিকাস বলেন, সিরীয় ‘সুখোই’ যুদ্ধবিমানটি ইসরাইলী সীমানা ভেদ করার আগে বেশ দ্রুত গতিতে এগিয়ে আসছিল।

তিনি জানান, বিমানটি ইচ্ছাকৃতভাবে ইসরাইলের সীমানায় ঢুকে পড়েছিল কিনা তা জানা যায়নি। এমনকি বিমানের পাইলটের পরিণতি কি হয়েছে সে বিষয়েও কিছু জানা যায়নি।

তিনি আরও জানান, সামরিক বাহিনী বিমানটি পর্যবেক্ষণ করছিল ও ওটি ইসরাইলী আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে এটিকে দুটি ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করা হয়।

আজকের বাজার/একেএ