বিপুল সংখ্যক সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয়ার জন্য জর্ডানকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে জাপান সরকার। জাপানের বার্তা সংস্থা এনএইচকে ওয়ার্ল্ড সূত্রে জানা গেছে, ১০ সেপ্টেম্বর রবিবার জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদিকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো ৩৫ লক্ষ ডলার সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় জর্ডানের প্রচেষ্টার প্রশংসা করে থাকে এবং এই প্রচেষ্টায় জাপান যত বেশি সম্ভব সহযোগিতা করতে চায়।
জর্ডানের উত্তরপূর্বের সীমান্ত ও সিরিয়ার মাঝামাঝি একটি নিরপেক্ষ এলাকায় অবস্থান করা সিরীয় শরণার্থীদের চিকিৎসা সহায়তা দেয়ার জন্য এ সাহায্য দেয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে পালানো প্রায় ১৩ লক্ষ শরণার্থীকে আশ্রয় দিয়েছে জর্ডান। সীমান্ত অঞ্চলে থাকা শরণার্থীদের জন্য সহায়তার গুরুত্বের কথা উল্লেখ জাপানি সাহায্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন আইমান সাফাদি।
আজকের বাজার : এমএম / ১১ সেপ্টেম্বর ২০১৭