সিলকো ফার্মার আইপিও অনুমোদন

প্রাথমিক গণ প্রস্তাব বা আইপিও’র মাধ্যমে দেশের শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে সিলকো ফার্মা। বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৬৯তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

জানা যায়, প্রতিষ্ঠানটি আইপিওর মাধ্যমে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে । ১০ টাকা অভিহিত মূল্যের ৩ কোটি শেয়ার ইস্যুর অনুমতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

বাজার থেকে উত্তোলন করা টাকা প্রতিষ্ঠানটি কারখানা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ডেলিভারী ভ্যান ক্রয় ও আইপিও খরচ বাবদ ব্যয় করবে।
৩১ মার্চ ২০১৮ পর্যন্ত মোট ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির প্রকৃত সম্পদ মূল্য(এনএভি) হয়েছে ২৬.৬৩ টাকা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২২ টাকা।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড,ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ।

 

 

 

আজকের বাজার/মিথিলা