সিলেটের কানাইঘাট উপজেলার চতুল বাজারে রবিবার ভোর পৌনে ৬টার দিকে আগুন লেগে ১২টি দোকান পুড়ে গেছে।
এতে প্রায় অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
৫নং বড়চতুল ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন জানান, চতুল বাজারের ব্রিজ সংলগ্ন হরিপদ শর্মার (হরি) টিনশেড মার্কেটে এ আগুন লাগে। আগুনে ব্যবসায়ী জালাল আহমদ, ফখরুল ইসলাম, রিমন, অনিল বিশ্বাস ও আব্দুর রশীদের দোকানসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে জৈন্তাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে দোকানগুলো পুরোপুরি ভস্মিভূত হয়ে যায়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলতে পারছি না।’