সিলেটের দুই ল্যাবে আরও ৮৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৯ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে ৪৬ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বুধবার তাদের ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট জেলার ২১, সুনামগঞ্জের তিন ও মৌলভীবাজারের ১৫ জনের শরীরে করোনা ধরা পড়েছে।
এদিকে, শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাম্মাদুল হক জানান, তাদের ল্যাবে বুধবার ১৮৮টি নমুনার পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ১৭, হবিগঞ্জের ১২ এবং সুনামগঞ্জের ১৭ জন রয়েছেন।
এ নিয়ে বুধবার রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৭৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৪৭২, সুনামগঞ্জে ১৫৫৩, হবিগঞ্জে ১২২৬ এবং মৌলভীবাজারে ১০২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৪৯ জন এবং রোগ থেকে সুস্থ হয়েছেন ৩৬২৩ জন।
গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
পুরো দেশের চিত্র:
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৬৭ জনে।
এছাড়া, নতুন করে ২ হাজার ৬৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৪৬ হাজার ৭৪ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮৯০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৫০ জন। সুস্থতার হার ৫৭.৪৬ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।