সিলেটের নার্সিং কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে মারা যান

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমিন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রুহুল আমিনকে হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তর করা হলেও রাতেই মারা যান তিনি। রুহুল আমিনের মৃত্যুর পর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বিষয়টি নিম্চিত করে জানান, রুহুল আমিন নার্সিং কর্মকর্তা হিসেবে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দ্বায়িত্বরত ছিলেন। দ্বায়িত্বরত অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান