সিলেটের শিবগঞ্জ পয়েন্টে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিলেট শাখার অধীনে শিবগঞ্জ উপশাখা সম্প্রতি সিলেটের তামাবিল রোডের শিবগঞ্জ পয়েন্টে উদ্বোধন করা হয়। বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর কাজী এনায়েত হোসেন প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনপ্রধান শিকদার মোঃ শিহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখাপ্রধান মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখার ইনচার্জ মোঃ মমিনুর রহমান। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।