মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার ৩০ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ভাটেরা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ একপ্রেসের একটা বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
সিলেট রেলস্টেশন ম্যানেজার আবদুর রাজ্জাক জানান, দুর্ঘটনার কারণে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস সিলেটে আটকা পড়েছে।
শ্রীমঙ্গল রেলস্টেশন মাস্টার মো. জাফর আলম জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে।
আজকের বাজার: আরআর/ ৩০ নভেম্বর ২০১৭