সোয়া পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ভোররাতের ঝড়ে রেলপথে গাছ উপড়ে পড়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
জানা যায়, মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া উদ্যানের পাহাড়ি এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর উদয়ন ট্রেনের ইঞ্জিনের ওপর গাছ পড়ে আজ মঙ্গলবার ভোররাত সাড়ে চারটায়। এরপরই থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী একটি ইঞ্জিন গিয়ে দুর্ঘটনাকবলিত উদয়ন ট্রেন উদ্ধারের পর সকাল পৌনে ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শমশেরনগর রেলওয়ে স্টেশনমাস্টার কবির আহমদ বলেন, কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন গিয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত উদয়ন এক্সপ্রেস ট্রেনকে উদ্ধার করে। তারপরই ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।
আজকের বাজার/একেএ