সিলেটের ফেঞ্চুগঞ্জে মেইল ট্রেন জালালাবাদ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সারাদেশের সঙ্গেসিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার দুপুরে মল্লিকপুর এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটির পেছনের বগির চাকা লাইনচ্যুত হয়।
খবর পেয়ে সিলেট রেলওয়ে স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
মাইজগাঁও রেলওয়ে স্টেশন ক্লার্ক জহর লাল দাস জানান, লাইনচ্যুত বগি উদ্ধারে আরো কিছু সময় লাগবে। রেল লাইন বন্ধ থাকায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত ট্রেন মাইজগাঁও স্টেশনে আটকা পড়েছে বলেও জানান তিনি।
এর আগে গত ১৬ আগস্ট ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে লাইনচ্যুত বগি রেখেই ঢাকায় যায় ট্রেনটি।
আজকের বাজার/এমএইচ