হবিগঞ্জের মাধবপুরে পিলার ভেঙে রেলসেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল থেকে এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার ইটাখলার অদূরে ৫৫নং সেতুটি অনেক দিন ধরে ঝুঁকিপুর্ণ। বুধবার রাতভর প্রচণ্ড বৃষ্টির কারণে সেতুর গোড়া থেকে মাটি সরে গেছে। সেই সাথে একটি পিলার ধসে পড়েছে। ফলে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে সিলেটের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বিষয়টি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানেন না বলে জানান।
শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের টিকিট কাউন্টার ইনচার্জ কাওসার আহমেদ বলেন, রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় শ্রীমঙ্গল রেল স্টেশনে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও মনতোলা স্টেশনে সিলেটগামী পারাবাত এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। এ ছাড়া যারা এ রুটে অগ্রিম টিকিট কেটেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে।