সাখাওয়াৎ লিটন: শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের সিলেট আসরের খেলা। শুরু হলো ঢাকা পর্ব। ৯ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে বিপিএলের ঢাকার উন্মাদনা। প্রথমবারের মতো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বিপিএলের ৮টি ম্যাচ। যাকে ঘিরে উৎসব আনন্দের নগরীতে পরিণত হয় সিলেট। স্থানীয় ক্রিকেট প্রেমীদের আনন্দ আর উৎসাহের যেনো কোনো অন্ত ছিলো না। ঘরের মাঠে বসে প্রিয় ক্রিকেটারদের খেলা দেখা, এ এক অন্যরকম অনুভূতি।
কিন্তু কিছু বিচিছন্ন ঘটনা ছাড়া এবারের সিলেট আসর পুরোপুরি সফল ছিল। শুরুতে টিকেট পেতে সমস্যা হয় স্থানীয়দের। সিলেট জেলা স্টেডিয়ামে টিকেট বিক্রি শুরু হলেও টিকেটের সিংহভাগ ছিলো কালোবাজারিদের দখলে। এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। রাত ১২টা থেকে লাইনে দাঁড়িয়ে অনেকেরই পরেরদিন টিকেট পাননি। এর প্রতিবাদ করায় পুলিশের লাঠিচার্জের সামনে পড়তে হয় তাদের। টিকিট বিক্রি নিয়ে মিডিয়ার তোপের মুখে পড়ে কালোবাজারিরা। এর খবর সংগ্রহ করতে গেলে কোন নোটিশ ছাড়া সাংবাদিকেদের স্টেডিয়ামে প্রবেশ করতে বাঁধা দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শক জানান, কালোবাজারিরা ২শ টাকার টিকেট ৮শ/৯শ, ৫শ টাকার টিকেট ১৫শ/১৬শ টাকা পর্যন্ত বিক্রি করেছে। আবার ২হাজার টাকার ভিআইপি টিকেট ১হাজার/১৫শ টাকায় বিক্রি করতে দেখা যায়। অন্যদিকে সৌজন্য টিকেট বিক্রির সময় দুইজনকে আটক করেছে পুলিশ।
তাছাড়া রেলিং ডিঙ্গিয়ে বিনা টিকিটে অনেক দর্শক গ্যালারিতে প্রবেশ করতে দেখো যায়। যার ফলে স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে এখন শংকা দেখা দিয়েছে।
এসব ছোট বড় ঘটনা ছাড়া এবারের বিপিএলের সিলেট পর্ব পূরোপুরি সফল বলা যায়। বিশেষ করে অভাবনীয় দর্শক সাড়া, পরিপূর্ণ স্টেডিয়াম গ্যালারীর কথা এখন সবার মুখে মুখে। দাবী উঠেছে এখানে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের খেলা আয়োজনের। নতুন ভেন্যু, প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম এখন দেশের মধ্যে যে কোন ধরণের আন্তর্জাতিক খেলা আয়োজনের দাবি করতেই পারে।
আজকের বাজার : সালি / ১৫ নভেম্বর ২০১৭