করোনা ভাইরাসে আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে স্থানীয় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে নিয়ে রাখা হয়েছে।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে অত্যাধিক জ্বর রয়েছে বলে জানা গেছে।
বদরউদ্দিন আহমদ কামরানের বড় ছেলে রাগীব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাবার করোনা পজিটিভ শনাক্ত হয় শুক্রবার (৫ জুন) রাতে। এরপর থেকে উনার শরীরে জ্বর বেশি থাকায় আজ দুপুরে বাসা থেকে সিলেটের করোনা আইসোলেশন সেন্টারে নিয়ে এসেছি। চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছেন।
তিনি তার বাবার রোগমুক্তির জন্য সিলেটসহ দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।