সিলেটে ‘আধুনিক নার্সিং পেশার উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা

সিলেট মহানগর আওয়ামী লীগ-এর আয়োজনে মুজিববর্ষের কর্মসূচির ৮ম দিনে ‘আধুনিক নার্সিং পেশার উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামের বাস্কেটবল গ্রাউন্ডে এ আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।

বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিনের সভাপতিত্বে ও সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার। আলোচনাসভার আগে নার্সরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ জেলা স্টেডিয়ামস্থ আলোচনাসভায় মিলিত হন। শোভাযাত্রায় সিলেটের সব ইউনিটের নার্সরা অংশ নেন।

আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুসুর রহমান, উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, ওসমানী হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক রেনু আরা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট নার্সিং কলেজ ইনস্টিটিউটের অধ্যক্ষ ফয়সল আহমদ চৌধুরী, সীমান্তিক নার্সিং কলেজ ইনস্টিটিউটের সহকারী কার্যনির্বাহী পরিচালক কাজী হুমায়ূন কবীর, প্রকল্প পরিচালক ফাতেহা জান্নাত মৌ, আরটিএম আই নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শিউলি আক্তার, আল আমিন নার্সিং কলেজ ইনস্টিটিউটের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী, সুরমা নার্সিং কলেজ ইনস্টিটিউটের অধ্যক্ষ সাহিদা ইয়াসমিন, বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের অধ্যক্ষ ড. আয়শা বেগম ও বিএনএ ওসমানী হাসপাতাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলেমান আহমদ প্রমুখ ব্যক্তিবর্গ।

আজকের বাজার / এ.এ