সিলেটের ‘আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ’ অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম সংলগ্ন মুক্তমঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আয়োজন। এতে পরিবেশিত হয় সংগীত নৃত্য,আবৃত্তি এবং নাটক।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির বাংলাদেশকে সমুন্নত রাখার লক্ষ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট ‘আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ’ প্রতিপাদ্যে দেশজুড়ে কর্মসূচি ঘোষণা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
অনুষ্ঠানের শুরুতে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক সুকান্ত গুপ্ত’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে স্বাধীনতার চেতনাবিরোধী অপশক্তিগুলো শান্তি-সম্প্রীতি বিনষ্ট করতে সব সময়ই নানা অপতৎপরতা চালায়। এমন বাস্তবতায় ঐক্যবদ্ধ সাংস্কৃতিক উদ্যোগের মধ্য দিয়ে সম্প্রীতির সংস্কৃতির ঐতিহ্যকে সমুন্নত রাখা সময়ের দাবি হয়ে ওঠে। ‘আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ’ তেমনই একটি উদ্যোগ। তারা বলেন, চলমান উন্নয়নের ধারাবাহিকতায় একটি শক্তিশালী জাতি গঠনের জন্য সাংস্কৃতিক সংহতির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। দেশের চলমান গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখতে সমাজের সব অংশের মানুষের মধ্যে সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠা করে অপশক্তির বিরুদ্ধে সমাজের শুভশক্তির সক্রিয়তা বৃদ্ধি করার জন্য তারা আহ্বান জানান।
এতে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক আল আজাদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, রবীন্দ্রসংগীত শিল্পী রাণাকুমার সিনহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিধূভূষণ ভট্টাচার্য্য, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সহ সভাপতি বিভাষ শ্যাম পুরকায়স্থ যাদন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি শামসুল বাসিত শেরো, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, জাতীয় নৃত্যশিল্পী সংস্থার সিলেট বিভাগের নীলাঞ্জনা দাশ জুই, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিলেটের প্রতীক এন্দ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের যুগ্ম সম্পাদক অনিমেষ বিজয় চৌধুরী। আলোচনা সভার পরেই অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। (বাসস)