সিলেট বিভাগে নতুন করে আরও ১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫৭ জনে। মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১২ জনের করোনা শনাক্ত হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, মঙ্গলবার ওসমানীতে ১৮৬টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১২টি পজেটিভ আসে। শনাক্ত রোগীদের অধিকাংশই মৌলভীবাজারের বলে তিনি জানান। এছাড়া সিলেট ও হবিগঞ্জ জেলারও আছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান