সিলেটে আরও ৩৬ করোনা রোগী শনাক্ত

4 SYLHET

সিলেটে আরও ৩৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৩।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, রবিবার কলেজের পিসিআর ল্যাবে ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪টি পজেটিভ আসে।

নতুন আক্রান্তদের মধ্যে সিলেট নগরী ও সদর উপজেলায় ২০, জকিগঞ্জে ১১, বিয়ানীবাজারে চার এবং ওসমানীনগর উপজেলায় একজন রয়েছেন।

একই দিনে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানিয়েছেন।

এ নিয়ে সুনামগঞ্জ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪ জনে।

সব মিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫৪৭ জন। এর মধ্যে হবিগঞ্জে ২০৮ এবং মৌলভীবাজারে ১৫২ জন রয়েছেন।

অন্যদিকে, সিলেট বিভাগের ৩৭৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং মারা গেছেন ৩৪ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।