সিলেট নগরীর একটি ভোটকেন্দ্রে আওয়ামী লীগ এবং জামায়াত সমর্থিত নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৫ মিনিট ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ছিল।
সোমবার (৩০ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে নগরীর পাঠানটোলা এলাকার শাহাজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রিজাইডিং অফিসার জামিল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কেন্দ্রের ভেতরে কোনও সমস্যা হয়নি। পুলিশ, র্যাব ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরে ১৫ মিনিট পরেই আবার ভোটগ্রহণ শুরু হয়।
প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. বদরুজ্জামান সেলিম নির্বাচন থেকে সরে গেছেন। বাকি ছয়জন প্রার্থী মাঠে রয়েছেন। মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরান ও বিএনপির আরিফুল হক চৌধুরী। এ ছাড়া জামায়াতের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের প্রথমবার প্রার্থী হয়ে আলোচনায় আছেন।
আজকের বাজার/এমএইচ