সিলেট মহানগরের টুলটিকর এলাকায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২২ জুলাই) ভোরে বুরহান উদ্দিন-গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থাপিত কামরানের নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার ভোরে বুরহান উদ্দিন-গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থাপিত কামরানের নির্বাচনী কার্যালয়টিতে আগুন দেখতে পান তারা। আগুনের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, তারা আগুন নেভাতে সক্ষম হলেও নির্বাচনী ব্যানার, পোস্টার, লিফলেট, পর্দাসহ জরুরি কাগজপত্র পুড়ে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ অবিলম্বে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশ ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
এসএম/