সিলেট মহানগরীতে এ পর্যন্ত করোনা প্রতিরোধক টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৯০ হাজার ১০৩ জন নারি পুরুষ। এবছরের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২১ আগস্ট পর্যন্ত সিলেট মহানগরীর দুটি কেন্দ্রে এসব টিকা প্রদান করা হয়। নির্ধারিত দুটি টিকাদান কেন্দ্রে একার্যক্রম চলমান রয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো জাহিদুল ইসলাম বাসস’কে এ তথ্য নিশ্চিত করেন। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) তথ্যমতে সিলেট নগরীতে এপর্যন্ত করোনাভাইরাসে প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৯০ হাজার ১০৩ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭০ হাজার ৯৫৪ জন। প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজ নেয়ার অপেক্ষায় আছেন ১ লাখ ১৯ হাজার ১৪৯ জন। সিলেট সিটি কর্পোরেশনের আওতায় মহানগরীতে পরিচালিত দুটি টিকাদান কেন্দ্রে এবং গণটিকা কার্যক্রমের আওতায় এপর্যন্ত মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬২৪ জন। সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন ৪ হাজার ৯৩২ জন আর কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নিয়েছেন ৬১ হাজার ৫৪৭ জন। দ্বিতীয় ডোজের মধ্যে এপর্যন্ত মডার্নার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১০ হাজার ৬৩২ জন। সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ হাজার ৮১৯ জন আর কোভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৬ হাজার ৫০৩ জন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ জাহিদুল ইসলাম বাসস’কে জানান,সিসিকের স্থায়ী দুটি টিকাদান কেন্দ্রে মডার্নার টিকার প্রথম ডোজ আপাতত বন্ধ রয়েছে,তবে দ্বিতীয় ডোজ চলমান রয়েছে। তিনি বলেন, রেজিস্ট্রেশনের মাধ্যমে অন্য টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ চলমান রয়েছে, স্বতঃস্ফূর্ত ভাবে নারি পুরুষগণ যথাযথ নিয়ম শৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি মেনে টিকা নিচ্ছেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান