করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে শহীদ ডাঃ শামসুদ্দিন হাসপাতালের এক স্বাস্থ্য সহকারী নার্স (ব্রাদার) মারা গেছেন। শুক্রবার রাতে সোয়া দশটায় নার্সিং কর্মকর্তা( ব্রাদার) রুহুল আমিন নিজ কর্মস্থল শহীদ ডাঃ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একই হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছিলো রুহুল আমিনকে। করোনায় আক্রান্ত হয়ে গত ২২মে থেকে তিনি ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ হিমাংশু লাল রায়। শামসুদ্দিন হাসপাতাল ও সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় আজ সকাল ১১ টায় সিলেট নগরীর মানিক পীর (রঃ) কবরস্থানে রুহুল আমিন এর দাফন সম্পন্ন হয়েছে।
নার্সিং পেশায় নিয়োজিত ব্রাদার রুহুল আমিন চাকুরির সুবাধে সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকায় নিজের পরিবার স্ত্রী সন্তান নিয়ে থাকতেন, তিনি এক সন্তানের পিতা ছিলেন। তার বাড়ি নরসিংদী জেলার মনোহরদিতে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান