সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমণের চেয়ে সুস্থতার সংখ্যা ৪ গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। সিলেট বিভাগে এসময় সংক্রমিত হয়েছে ১০৯। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৮০ জন। তবে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে ৭ জন।
স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে, আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভাগের চার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ৭ জনের মধ্যে সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৮২ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৮৮৮টি নমুনা পরীক্ষার বিপরীতে মোট ১০৯ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এতে গত ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে মোট সনাক্তের হার হচ্ছে ১২.২৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলা ভিত্তিক শনাক্তের হার হচ্ছে সিলেট জেলায় ৯.৮৩ শতাংশ, সুনামগঞ্জে ১৮.৫৫ শতাংশ, হবিগঞ্জে ১৭.০৯ শতাংশ এবং মৌলভীবাজারে ১১.৮৬ শতাংশ। করোনার শুরু থেকে এপর্যন্ত সিলেট বিভাগে সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৫৩ হাজার ৯২ জন, সুস্থ হয়ে উঠেছেন ৪৪ হাজার ২৭৮ জন।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন। এনিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট চিকৎসাধীন রয়েছেন ১৬৫ জন। আগেরদিন এসংখ্যা ছিলো ২৯৬ জন। একই সময়ে সিলেট বিভাগে র্যাপিড এ্যন্টিজেন টেস্টের মাধ্যমে কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ২০ জন। আগেরদিন ছিলো ৩৫ জন। এ সময়ে আরও ৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এনিয়ে বিভাগের চার জেলায় বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৫৯ জন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান