সিলেটে করোনা হাসপাতালে আরও ২ জনের মৃত্যু

4 SYLHET

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের আবাসিক চি‌কিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘করোনা উপসর্গ নিয়ে ভ‌র্তি দুজন পুরুষ রবিবার সন্ধ্যা ও রাতে মারা গেছেন। তাদের একজন নগরীর দরগা মহল্লার বা‌সিন্দা। করোনা উপস‌র্গের পাশাপাশি তার হার্টের সমস্যা ছিল।’

অপরজনের ঠিকানা জানাতে না পারা ডা. সুশান্ত আরও বলেন, মারা যাওয়া দুজ‌নের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে রবিবার সকালে এ হাসপাতালে করোনা আক্রান্ত বিয়ানীবাজারের এক ব্যক্তির মৃত্যু হয়।

সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৮ জন। আর মোট আক্রান্ত হয়েছেন ১০৪১ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫০ জন।