সিলেট সিটি করপোরেন (সিসিক) নির্বাচনের প্রচারণার শেষ দিনে জাতীয় সংসদের বিরোধীদল ও মহাজোট সরকারের অন্যতম শরিক দল জাতীয় পার্টি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে সমর্থন দিয়েছে।
শনিবার (২৮ জুলাই) দুপুরে নগরীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ সমর্থনের কথা ঘোষণা দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির এ টি ইউ তাজ রহমান।
সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত এ সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহিয়া চৌধুরী এহিয়া এমপি।
সংবাদ সম্মেলনে সিলেট মহানগর জাতীয় পার্টি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনসহ সিলেটবাসীকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে সিলেটে দলীয় কোন প্রার্থী দেয়নি জাতীয় পার্টি। তফসিল ঘোষণার পর থেকে সিসিক নির্বাচন নিয়ে জাতীয় পার্টি কোনো কার্যক্রমে ছিল না।
শেষ মূহূর্তে নৌকা প্রতীক ধারী মেয়র প্রার্থী কমরানেকে সমর্থন নগরবাসীর মধ্যে বেশ কৌতুহলের সৃষ্টি করেছে।
আজকের বাজার/একেএ