সিলেটে কোয়ারেন্টাইনে থাকা লন্ডন প্রবাসীর রিপোর্ট ‘নেগেটিভ’

4 SYLHET

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন থাকা যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক এম এ সালামের (৭০) করোনাভাইরাসের পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে, অর্থাৎ তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘লন্ডন ফেরত মৌলভীবাজারের প্রবীণ সাংবাদিক এম এ সালামের পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। আইইডিসিআর থেকে ফোনে শনিবার সকালে জানানো হয়েছে তার শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই।’

এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মৌলভীবাজারের এক দম্পতি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়। তাপমাত্রা বেশি হওয়ায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তাদেরকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ স্বামীকে কোয়ারেন্টিনে রেখে স্ত্রীকে বাড়িতে পাঠিয়ে দেয়। হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা ওই ব্যক্তির শরীরের ঘাম, রক্ত ও মুখের লালার প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে শুক্রবার আইইডিসিআর এ পাঠানো হয়। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান