সিলেটে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা রাজুর মৃত্যু

সিলেট নগরীর কুমারপাড়ার মানিকপীর রোডে শনিবার রাতে ছাত্রদলের দুই  গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ফয়জুর রহমান রাজু (২৬) মারা গেছেন।

শনিবার (১১ আগ্সট) রাত সোয়া ১১ টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাজুর মৃত্যু হয়।

নিহত ফয়জুর রহমান রাজু  মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার শাহপুর গ্রামের ফজর আলীর ছেলে। তিনি ছাত্রদল শহর শাখার সাবে প্রচার সম্পাদক এবং সিলেট ল কলেজের ছাত্র ছিলেন।

শনিবার রাত সাড়ে ৯টায় আরিফুল হক চৌধুরীকে বেসরকারিভাবে মেয়র ঘোষণা করেন সিলেটের রিটার্নিং অফিসার মো: আলীমুজ্জামান। এরপর ছাত্রদলের নেতা-কর্মীরা বিজয় মিছিল নিয়ে আরিফের বাসার সামনে আসেন। এ সময় ছাত্রদলের বিবদমান দুটি গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হন ফয়জুর রহমান রাজু ও উজ্জ্বল আহমদ।

তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী ও মেডিসিন বিভাগে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থার রাজুর মৃত্যু হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই ফারুক আহমদ রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১১টায় রাজু ও উজ্জ্বলকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে রাজুর মৃত্যু হয়।

এদিকে, সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ ছাড়াও আরো বেশ কয়েকজন আহত হয়। নবনির্বাচিত মেয়র আরিফুল হক আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন এবং রাজুর শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও শোক প্রকাশ করেন।

আজকের বাজার/এমএইচ