সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মী প্রসাদ দুর্গ ইউনিয়নের এক টিলায় গর্তে ধসে ৩ জন নিহত হয়েছে।
৭ নভেম্বর মঙ্গলবার সকালে বাংলা টিলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাংলা টিলায় বেশ কয়েক দিন ধরে গর্ত করে সেখান থেকে পাথর উত্তোলন চলছিল। সকাল সাড়ে ৮টার দিকে সেখানে একটি গর্তে ধস নামে। এতে শিশুসহ কয়েকজন চাপা পড়েন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ জানান, বাংলা টিলা নামের পাহাড়ে ধস হয়েছে। এতে ৩ জন নিহত হয়েছে। দুর্গম এই এলাকাটিতে এরই মধ্যে পুলিশ পৌঁছেছে।
হতাহত ব্যক্তিদের পরিচয় জানাতে পারেননি তিনি।
আজকের বাজার:এলকে/এলকে ৭ নভেম্বর ২০১৭