সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (৬ জুন) বিকেল পৌনে ৪টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুল এলাকায় একটি ট্রাক সিলেট শহরমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রী নিহত হন।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
রাসেল/