সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছে।
সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের লাছুখাল এলাকায় সোমবারের এ দুর্ঘটনায় আহত হয়েছে অটোরিকশার আরও পাঁচ যাত্রী।
নিহত শাহ আলম (১৮) উপজেলার ইসলামপুর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।
আহতরা হলেন- আলী হোসেন, মায়ারুন নেছা, রোবেল ও গোলাপ হোসেন। তাদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এসআই) মোহাম্মদ বদিউজ্জামান জানান, আমবাড়ি থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা টুকেরবাজারের দিকে যাচ্ছিল। পথে লাছুখাল উত্তর ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।
এসআই বদিউজ্জামান জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক রয়েছে।