সিলেটে চলন্ত ট্রেনে লাফিয়ে উঠতে গিয়ে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জেলা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নিহতদের বয়স আনুমানিক ২০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
সিলেট জিআরপি থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, শনিবার রাত ১০টার দিকে ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস’ ট্রেন প্লাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময় ওই দুই যুবক লাফিয়ে ট্রেনে উঠতে যায়। তখন ট্রেনে উঠতে না পেরে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা ক্বীন ব্রিজের মুখে টোলের কাজ করতেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।
আজকের বাজার/এমএইচ