সিলেটে তালাবদ্ধ ঘর থেকে মা-ছেলের গলাকাটা লাশ উদ্ধার

সিলেট নগরীর মিরাবাজার খারপাড়ার তালাবদ্ধ একটি বাসা থেকে মা-ছেলের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০১ এপ্রিল) সকালে খারপাড়ার ১৫-জে নম্বর ওই বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হচ্ছে-রোকেয়া বেগম (৪০) ও তার ছেলে এসএসসি ফলপ্রার্থী রবিউল ইসলাম রোকন (১৫)।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তালাবদ্ধ ওই বাসা ডুপ্লিকেট চাবি দিয়ে খুলে ৫ বছরের শিশু রাইসাকে উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে কোতয়ালী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেছে।

এমআর