সিলেটের দক্ষিণ সুরমায় তেলের লরি বিস্ফোরণে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় উপজেলার কুচাইতে মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লরির চালক মনির (৫০) ও ওয়ার্কশপের কর্মচারি কমর উদ্দিন (৩৫)। সিলেট মহানগরীর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পদ্মা অয়েল কোম্পানীর তেলের লরিটি (ঢাকা মেট্রো চ-৪১-০২০৯) মেরামতের জন্য ওয়ার্কশপে নিয়ে যান চালক। মেরামতের সময় তেল থেকে আগুনের সূত্রপাত হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের।
আহত অপর কর্মচারিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।